শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো শতাধিক রোগী মুন্সীগঞ্জে গজরিয়ায় আগুনে পুড়ে ছাই মেঘনা ভিলেজের মুদি দোকান নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে মুন্সিগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু কালিগঞ্জে রোমানিয়া প্রবাসীর অফিসে হামলা চালিয়েছে দুবৃত্তরা সুইজারল্যান্ডে বিজয় দিবস উদযাপন উপলক্ষে জুরিখ বিএনপির প্রস্ততি সভা মুন্সীগঞ্জে মরহুম গোলাম মোস্তফা ওরফে (মেঘু মোল্লা)র ৩০ তম মৃত্যুবার্ষিকীতে ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন অসহায় মানুষের জন্য কাজ করতে চাই,দূর্নীতি মুক্ত সমাজ চাই:এ্যাডঃ এ,বি,এম,সেলিম সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন  মধ্যনগরে চামরদানী ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা

অফিস সহায়ক ও আয়া পদে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে সাতক্ষীরা তালাতে।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৫০৪ বার পঠিত

মোঃ জমির উদ্দিন
ভ্রাম্যমাণ প্রতিনিধি তালা সাতক্ষীরাঃ

সাতক্ষীরার তালা উপজেলাধীন শাহাজাতপুর ইউসুফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী, অফিস সহায়ক ও আয়া পদে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতি অন্য প্রার্থীদের না জানিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার।

জানা গেছে, বিগত ১৬মার্চ ২০২২ তারিখে ওই বিদ্যালয়ের নৈশ প্রহরী, অফিস সহায়ক ও আয়া পদে প্রধান শিক্ষক ও সভাপতির পছন্দমত নৈশ প্রহরী পদে সুমন গাজী, অফিস সহায়ক পদে সাইফুল ইসলাম ও আয়া পদে সেলিনা খাতুন কে নিয়োগ দেওয়া হয়। অপর চাকরি প্রার্থীরা অভিযোগ করেন, তাদের না জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক মোড়ল ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম শামসুজ্জামান সরদার গোপনে এ নিয়োগ দিয়েছেন।
এ নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ২৪ফেব্রুয়ারি ‘২২ আবেদনকারীরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন দফতরে অভিযোগপত্র জমা দেন নিয়োগ বঞ্চিতরা।
এছাড়াও ওই নিয়োগের চাকুরিপ্রার্থী আমেনা খাতুন তালা উপজেলা সহকারী জজ আদালত, সাতক্ষীরাতে গত ৩০মার্চ ‘২২ তারিখে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিসহ ১২ জনের নামে অভিযোগ করেন (মামলা নম্বরঃ দেওয়ানি – ৭০/২২)।
চাকুরী প্রত্যাশী আমেনা খাতুন এ প্রতিবেদককে জানান, আমাদের না জানিয়ে প্রধান শিক্ষক আব্দুল হক মোড়ল বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাথে আতাঁত করে গোপনে নিয়োগ দিয়েছে। আমাদের অ্যাডমিট কার্ডও দেওয়া হয়নি। আমরা এ নিয়োগ বাতিল চাই।

এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক মোড়লের কাছে জানতে চাইলে এ প্রতিবেদককে জানান, নিয়োগে কোন প্রকার অনিয়ম বা দূর্ণীতি হয়নি। বিধিমোতাবেক নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

এদিকে উপজেলা শিক্ষা অফিসের একটি সূত্র প্রতিবেদকে জানান, কিছু প্রার্থী ১ম দফায় বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার আবেদন করেছিলেন। পরে স্কুল কর্তৃপক্ষ ২য় দফায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। অভিযোগকারীরা ১ম দফায় আবেদন করলেও পরে আবেদন করেন নি। এদিকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষও ২য় নিয়োগ প্রত্যাশীদের জানান নি। প্রথম বিজ্ঞপ্তিতে আবেদন করা প্রার্থীরা অ্যাডমিট কার্ড না পেয়ে গোপনে নিয়োগের অভিযোগ তুলেছেন।

এনিয়ে নিয়োগ বঞ্চিতরা দাবি করে বলেন, নব নিয়োগপ্রাপ্তদের এম.পি.ও বাতিল করে পুনরায় স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ পরীক্ষার মাধ্যমে নিয়োগের দাবি আমাদের।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।