বৃহস্পতিবার ( ৪ জানুয়ারি) সকালে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের বাসভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে আসার এ ঘোষণা দেন চট্টগ্রাম -২ আসনের এ সংসদ সদস্য। এ সময় তার ছেলে তার ছেলে সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী ও দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি। ফটিকছড়িতে আজ থেকে দলীয় নির্বাচনী প্রচার কার্যক্রম বন্ধ রাখা হবে। অতীতে নৌকা মার্কা নিয়ে ফটিকছড়ি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। প্রধানমন্ত্রী ও ১৪ দলের সঙ্গে আগামীতেও কাজ করবো। আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালেও সারাদেশে বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) ৪১টি আসনে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাবে।
উল্লেখ্য, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চৌদ্দ দলীয় জোটের হয়ে ফটিকছড়ি আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নজিবুল বশর মাইজভান্ডারি। তবে চলতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি থেকে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের খাদিজাতুল আনোয়ার সনিকে। তিনি চট্টগ্রাম থেকে সংরক্ষিত আসনের মহিলা এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন।