মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড প্রেসক্লাবে সন্ত্রাসী জহির ও জাহাঙ্গীরের নেতৃত্বে বহিরাগতদের হামলায় সেক্রেটারী কাইয়ুম এবং সাংগঠনিক সম্পাদক ফারুক আহত কালিগঞ্জ কৃষ্ণনগরে যুব অধীকার পরিষদের তিন নেতা গ্রেফতার,ষড়যন্ত্রের অভিযোগ নেতাদের  গর্জিয়াস গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মুন্সিগঞ্জে স্থাপনা গুড়িয়ে দিয়ে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ টঙ্গীবাড়ি উপজেলা শাখার শুরা অধিবেশন অনুষ্ঠিত । বেসরকারি টিভি চ্যানেল এস’র সিইও সুজিত চক্রবর্তী কর্তৃক হত্যাচেষ্টার প্রতিবাদে ‘মানববন্ধন’ কালিগঞ্জে রাস্তা নির্মানের ছয় মাসে নষ্ট,ছয়কোটি টাকার কাজ প্রশ্নবিদ্ধ জনগণকে সেবা দিতে সরকারি কর্মচারিদের সদা প্রস্তুত থাকার আহ্বান -মন্ত্রিপরিষদ সচিবের

আজ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ, সংবাদ কর্মীসহ আহত ৭ জন

মোঃ আশিকুর সরকার (রাব্বি) -স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৩৩ বার পঠিত

মোঃ আশিকুর সরকার (রাব্বি) -স্টাফ রিপোর্টারঃ

মতিঝিলে এনসিটিবি ভবন ঘেরাও করতে গিয়ে হামলার শিকার হওয়ার প্রতিবাদে আয়োজিত আদিবাসী শিক্ষার্থীদের এক মিছিলে লাঠিচার্জ ও জলকামান ছুড়েছে পুলিশ। এতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক সহ অন্তত সাতজন আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে যাচ্ছিলেন ওই শিক্ষার্থীরা। পথে শিক্ষা ভবনের সামনে চড়াও হয় পুলিশ। এ সময় আহত হন– ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরা পারসন সুব্রত (৫৪), নেবুলা (২৫), ঢাবির শিক্ষার্থী ইভান (২২), নুরুজ্জামান (২২), সুমাইয়া (২৩),পঙ্কজ নাথ (৩০) ও বাবুল (৩৫)।আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাঁদের হাসপাতালে নেওয়া রিয়াদ সাংবাদিকদের জানায়,গতকাল বুধবার মতিঝিল এনসিটিবি ভবন ঘেরাও করতে যাওয়া আদিবাসী  শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ শান্তিপূর্ণ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পথে শিক্ষা ভবনের সামনে আমাদের ওপরে পুলিশ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।তিনি বলেন, এতে আমরা কয়েকজন আহত হই। পরে আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানায়, দুপুরের দিকে সাংবাদিকসহ সাতজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হলে জরুরি বিভাগে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।এরআগে গতকাল বুধবার বেলা ১১টার দিকে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কার্যালয় ঘেরাও করতে গিয়ে হামলার মুখে পড়েন ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র ব্যানারে জড়ো হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাঠ্যবইয়ের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি পুনর্বহালের দাবিতে কর্মসূচি দেন তারা।এই কর্মসূচিতে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থীর অভিযোগ, বিক্ষোভ চলাকালে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের ব্যানারে ওই স্থানে জড়ো হওয়া কয়েকজন হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।