আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ৩৬৪টি ভূমিহীন গৃহহীন পরিবার ঘর পেতে যাচ্ছে।
এ উপলক্ষে মঙ্গলবার ৮ আগষ্ট সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে এ তথ্য প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরাসহ প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রেসব্রিফিংয়ের লিখিত বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্ন ছিল তাঁর দেশের মানুষ কেউ না খেয়ে থাকবে না, কেউ গৃহহীন থাকবে না। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘দেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ মর্মে নির্দেশনা প্রদান করেছেন। উক্ত নির্দেশনা বাস্তবায়নে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশে ভূমিহীন ও গৃহহীন প্রতিটি পরিবারের অনুকূলে ০২ শতাংশ জমি ও ঘর নির্মাণ করে পুনর্বাসন করা হচ্ছে।
সাতক্ষীরা জেলার সাতটি উপজেলায় ৩৪২৮ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার নির্বাচন করা হয়েছে। ইতোমধ্যে এ জেলায় ১ম পর্যায়ে ১১৪৮টি, ২য় পর্যায়ে ৬৬৫টি, ৩য় পর্যায়ে ৮০৯টি ও ৪র্থ পর্যায়ের ৬০৫টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ৪র্থ পর্যায়ের ৬০৫টি ঘরের মধ্যে ৩৮৬টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে এবং ২১৯টি ঘরের নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। মোট ৩ হাজার ২২৭টি পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। অবশিষ্ট ভূমিহীন পরিবারসমূহকে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে।
জেলা প্রশাসকের লিখিত বক্তব্যে আরো জানানো হয়, সাতক্ষীরা জেলার তালা উপজেলায় ৩১০টি,
কলারোয়া উপজেলায় ৩৭৫টি, দেবহাটা উপজেলায় ১৬২টি ও শ্যামনগর উপজেলায় ৫৪৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করে ইতোমধ্যেই উক্ত উপজেলাসমূহকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। ১ম থেকে ৪র্থ পর্যায় পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলায় মোট ৫৬৪টি ও কালিগঞ্জ উপজেলায় মোট ৩৭১টি পরিবারকে পুনর্বাসন করে এ দু’টি উপজেলাকেও ভূমিহীনযুক্ত ঘোষণা করার প্রস্তাব ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে। (তবে প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্যবিধ কারণে এ শ্রেণিতে নতুন কোন অন্তর্ভুক্তি হলে পরবর্তীতে তা দ্রুততম সময়ে পুনর্বাসন করা হবে)
সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রী ৯ আগস্ট ২০২৩ বুধবার সকাল ১০টায় সারাদেশে চতুর্থ পর্যায়ের ২য় ধাপের নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রম এর শুভ উদ্বোধন করবেন। এর মধ্যে সাতক্ষীরা জেলার সদর উপজেলার ৪০টি, কালিগঞ্জ উপজেলার ১১৭টি ও আশাশুনি উপজেলার ২০৭টি মোট ৩৬৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার রয়েছে।