জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১(সুন্দরগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর বিভাগ) সাংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর)দুপুরে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আনন্দ উল্লাসে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষিণ শেষে উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে লাঙ্গলের প্রার্থী হিসেবে টানা চতুর্থবারের মতো মনোনয়নপত্র জমা দেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এসময় মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম।
এসময় জাতীয় পার্টির উপজেলা ইউনিয় সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।