ষষ্ঠবর্ষে পদার্পন উপলক্ষে মুন্সীগঞ্জে আনমনা প্রাঙ্গণের আয়োজনে দুইদিনব্যাপী কর্মসূচি নেয়া হয়েছে।
আগামী শুক্রবার বিকেল ৩ টায় মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুশ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। যে কোন বিষয়ের ওপর অংশগ্রহণকারী অঙ্কন করতে পারবেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের তিনবারের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল এবং সাধারণ সম্পাদক শিল্পী তাহের মাহমুদ বলেন, ২০২০ সালে সামাজিক ও সাংস্কৃতিক এই সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সাংবাদিক, সংস্কৃতি কর্মী ও সংগঠক প্রয়াত কবি আনোয়ার হোসেন আনু ওরফে আনমনা আনোয়ারের নামানুসারে ‘আনমনা প্রাঙ্গণ’ গঠন করা হয়। মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ভ্রমণে গিয়ে ২০১৯ সালের ২৮ এপ্রিল ভোরে কক্সবাজারের একটি হোটেলে হ্নদযন্ত্রের ক্রীয়াবদ্ধ হয়ে আনমনা আনোয়ার মৃত্যুবরণ করেন।
এরপর আনমনা আনোয়ারের স্মরণে মুন্সীগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নিয়ে সাংবাদিক মোজাম্মেল হোসেন সজল ‘আনমনা প্রাঙ্গণ’ প্রতিষ্ঠা করেন।
৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৪ জানুয়ারি সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চলবে সাংস্কৃতিক উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং শীতবস্ত্র বিতরণ।