আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
‘সুস্থ পরিবেশ, স্মাট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) বেলা ১২ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিমূলক প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আবু আহম্মেদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা শিল্পকলা একডেমির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন।
সভায় শব্দদূষণের বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষজ্ঞদের মতামত নেওয়া ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়ন করাসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।