আপনারা আমাকে ভোট দিলে কেন্দ্রে যাবেন, না দিলেও যাবেন: মাশরাফী
রিপোর্টার নামঃ
-
আপডেট সময়
শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
-
৮৮
বার পঠিত
জনসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন নড়াইল-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা। নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ও বিভিন্ন ইউনিয়নে বৃহস্পতিবার তিনি গণসংযোগ আর পথসভা করেন।
এসব পথসভায় মাশরাফী আগামী ৭ জানুয়ারী ভোটারদেরকে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোটদানের জন্য আহ্বান জানান। এ সময় এলাকাবাসী তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। নড়াইলেরও উন্নয়ন হচ্ছে। উন্নয়নের বাকি কাজ আগামীতে করা হবে। আপনারা আমাকে ভোট দিলে কেন্দ্রে যাবেন, না দিলেও কেন্দ্রে যাবেন। আগামী ৭ জানুয়ারি আমার দায়িত্ব আপনারা নেবেন। নির্বাচনের পরে আমি আপনাদের দায়িত্ব নেবো।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতিসহ বিভিন্ন নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
সাংবাদ পড়ুন ও শেয়ার করুন
আরো জনপ্রিয় সংবাদ