সেলিম রাজা বান্দরবান জেলা প্রতিনিধিঃ
আলীকদম-লামা সড়কের তারাবুনিয়া নামক স্থানে আধাঘন্টা আগে অবৈধ বালু ভর্তি ট্রাকের(ডাম্পার) চাপায় ঘটনাস্থলে তিনজন মোটরসাইকেল আরোহির মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। বালু ভর্তি ডাম্পার (মিনিট্রাক) গাড়ী মোটরসাইকেলকে চাপা দিলে গাড়ীতে থাকা ৩ জন আরোহী ঘটনাস্থলেই নিহত হয়।১৮/১/২০২৫ শনিবার বেলা দুপুরের সময় আলীকদম-লামা-ফাঁসিয়াখালী সডকের তারাবুনিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম: ১. মো: বেলাল (৩০) পিতা; মাশুক আহমদ সাং- নাছির চেয়ারম্যান পাড়া, ২ নং ওয়ার্ড, ২. মিনহাজ (১৮), পিতা: মিন্টু সাং- বাজার পাড়া, ২নং ওয়ার্ড ৩. মো: সৈয়দ আমিন (৪৫) পিতা: অজ্ঞাত, সাং- মনু মিস্ত্রির কলোনী, নাছির চেয়ারম্যান পাড়া ১নং আলীকদম ইউপি আলীকদম, বান্দরবান। তিনজনের বাড়ী আলীকদম উপজেলায়। সাংবাদিক এসকে খগেশপ্রতি চন্দ্র ১৮-০১-২০২৫