শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বকশীগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জে ডিপ্লোমা সার্ভেয়ারদের ৩দিনের অর্ধবেলা কর্মবিরতির মধ্য দিয়ে শেষ হলো অবস্থান ধর্মঘট কালিগঞ্জে ৪৯ টি পূজা মন্ডপে চলছে দুর্গোৎসবের শেষ প্রস্তুতি কালিগঞ্জের চৌমুহনী বাজার কমিটির নির্বাচন সম্পন্ন কাদের সভাপতি,সম্পাদক জামসেদ বকশীগঞ্জে পিতৃ পরিচয়ের দাবিতে সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে যুব অধিকার পরিষদের কমিটি গঠন  মুন্সীগঞ্জে নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে গোল টেবিল বৈঠক সুন্দরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত বকশীগঞ্জে সহযোগী মুক্তিযোদ্ধা বানানোর নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর ৫৫তম জন্মদিন পালন 

আশাশুনিতে জেলা পরিষদ সদস্য প্রার্থী ঢালী শামসুল আলম সড়ক দুর্ঘটনায় আহত

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩৭৮ বার পঠিত

আহসান উল্লাহ বাবলু,সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ

আশাশুনি উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি জেলা পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ঢালী মোঃ শামসুল আলম সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে। রবিবার সকালে উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় মোল্লা বাড়ির সামনে আশাশুনি টু ঘোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান ঢালী শামসুল আলম জেলা পরিষদ নির্বাচনের প্রচারণা শেষ করে শ্রীউলা ইউনিয়ন থেকে আশাশুনি সদরে উদ্দেশ্যে রওনা দেন। এ সময় কোলা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী যাত্রীবাহি দ্রুতগতিসম্পন্ন বাস মহিষকুড় মোল্লা বাড়ির সামনে মেইন সড়কে মোটরসাইকেলের পিছন দিক থেকে এসে মেরে দেয়। এসময় মোটরসাইকেলের চালক আসমাতুল্লাহ গালিব রাস্তার পাশে পড়ে যান এবং গাড়ির পিছনে বসে থাকা আশাশুনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য প্রার্থী ঢালী মোঃ শামসুল আলম আঘাত প্রাপ্ত হয়ে গাড়ী থেকে রাস্তায় সটকে পড়ে গুরুতর আহত হন এবং জ্ঞান হারান। তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে সাতক্ষীরা সিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে সড়ক দুর্ঘটনায় আহত ঢালী মোঃ শামসুল আলমের শারীরিক অবস্থার খবর নেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক। আহত শ্রমিক লীগ নেতা শামসুল আলম কে দেখতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। এদিকে দুর্ঘটনা কবলিত বাসটি এলাকার মানুষ আটকে রেখে প্রশাসনকে অবহিত করেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।