আহসান উল্লাহ, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
আশাশুনিতে শিক্ষার্থীদের কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে ও ইউনিসেফ প্রতিনিধি তহমিনা খাতুনের সঞ্চালনায় সভায় কোদন্ডা হাই স্কুলের প্রধান শিক্ষক দুখিরাম ঢালী, বদরতলা হাই স্কুলের প্রধান শিক্ষক অরুন কুমার গাইন, চাপড়া হাই স্কুলের প্রধান শিক্ষক বিমলেন্দু কুমার দাশ, গোয়ালডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল, কাদাকাটি হাই স্কুলের প্রধান শিক্ষক বদিউজ্জামান খান আলোচনা রাখেন। সভায় প্রত্যেক বিদ্যালয় হতে দু’জন করে গাইড শিক্ষক অংশ নেন। সভায় স্কুলের ছাত্রীদের কৈশোর কালীন পুষ্টি কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।