আলী আজীম,মোংলা (বাগেরহাট)
মোংলা পিডিএম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক আমেরিকা প্রবাসী দীপু মৃধা সর্বস্থরের জনসাধারনসহ সকল গণমাধ্যমকর্মী, শিক্ষক,সমাজকর্মী, দেশ ও প্রবাসে বসবাসরত সকল পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত জন-শুভাকাঙ্খী সহ সকল কে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
তার পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তরুন এই সমাজ সেবক দীপু মৃধা বলেন, নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাক।মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হবে বাংলার প্রতিটি জনগণ। এটাই হোক নতুন বছরের প্রত্যাশা।
পুরাতন বছরের দুঃখ, হতাশা ভুলে মোংলা উপজেলাসহ আমার জন্মভূমি ১নং চাঁদপাই ইউনিয়নের আপামর জনসাধারণের নতুন বছরের দিনগুলো কেটে যাক অনাবিল শান্তিতে। সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক সবার জীবন । সকলকে নতুন বছরের শুভেচ্ছা।