শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
সারা দেশে বিশৃংখলা ও সহিংসতারোধে কালীগঞ্জ উপজেলার উকশা সীমান্তে সহিংসতা ও শান্তি রক্ষার জন্য ১০ আগষ্ট শনিবার বিকাল ৫ ঘটিকায় উকশা ১৭ বর্ডার গার্ড বাংলাদেশ’র আয়োজনে উকশা লিয়াকত মোড়ে সাধারণ জনসাধারণের নিয়ে সীমান্ত অপরাধ নির্মূল জনসচেতনামুলক গনশুশানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আলোচনা করেন উকশা বিওপি’র কোম্পানী কমান্ডার মো: আমিনুল ইসলাম। তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে আপনাদের সচেতন হতে হবে।
সীমান্তে অপরিচিত কাউকে দেখলে তাকে জিজ্ঞাসা বাদ করতে হবে। কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। উকশা কোম্পানী কমান্ডারের উপস্থিতিতে সীমান্তে শান্তি শৃংখলা ও সহিংসতারোধে ২৩ সদস্য বিশিষ্ট “শান্তি শৃংখলা রক্ষা কমিটি” গঠন করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক গাজী মিজানুর রহমান, উকশা আনছার ভিডিপি ক্লাবের সভাপতি শেখ ইয়াদ আলীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।