মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  “সপ্ন জার, ফ্রিজ তার” স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক টঙ্গীবাড়ীতে পরকিয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী কে আটক মুন্সীগঞ্জে শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ। মুন্সীগঞ্জে বিক্রমপুর চাঁদের হাটের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুন্সীগঞ্জ জেলা শাখার মাসিক  বৈঠক অনুষ্ঠিত। কালিগঞ্জে মৌতলা একতা যুব সংঘের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সিরাজদিখানে কবিরাজের বিরুদ্ধে সাংবাদিকের মিথ্যা মামলা দায়ের! গতকাল ব্রাসেলস প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন, বজলুর রশীদ বুলু। মুন্সীগঞ্জে মাদক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

উপকুলীয় প্রেসক্লাবের আয়োজনে উপকূল দিবস পালন।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৫৭ বার পঠিত

 

আল-হুদা মালী শ্যামনগর থেকেঃ

১২ নভেম্বর উপকূল দিবস উপলক্ষে জলবায়ু বিপন্ন উপকুল জনগোষ্ঠীর সুরক্ষা ও ন্যায্যতার দাবিতে র‍্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২নভেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা, শ্যামনগরের বুড়িগোয়ালিনী নীলডুমুর আলাউদ্দীন মার্কেট সংলগ্ন হাটবাজার মোড়ে জলবায়ু সম্মেলনকে সামনে রেখে উপকূলীয় প্রেসক্লাবের আয়োজনে ও পিকেএসএফ, এনজিএফ এর মদদপুষ্ট পরিবেশ উন্নয়ন ক্লাব, সিডিও, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম ও গবেষনা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকায় ঝুকি দিন দিন বাড়ছে। উপকূলীয় এলাকায় মানুষের বসবাস করা খুবই কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত প্রকৃতির সাথে সংগ্রাম করে টিকে থাকতে হচ্ছে। এই এলাকার মানুষ তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত। আমাদের অধিকার, আমাদের দাবী মানতে হবে। উপকুলীয় জনগোষ্ঠীকে নিয়ে আর খেলা করা চলবেনা।

বক্তারা আরো বলেন, কার্বন নিঃস্বরনকারী ধনী দেশগ্রলোকে জানাতে চাই আপনারা আপনাদের ভোগ বিলাসী জীবন থেকে বের হয়ে আসেন, আমাদের বাঁচতে দিন। সেই সাথে উপকূলের মানুষের অধিকার ও নায্যতার দাবী তুলে ধরে উপকূল দিবস পালনের মধ্য দিয়ে সরকারের কাছে দাবী জানাই উপকূল দিবস কে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হোক।

এর আগে উপকূল দিবস উপলক্ষে একটি সুবিশাল র‌্যালি নীলডুমুর বাজার ঘুরে বনবিভাগ অফিসের পাশে এসে শেষ হয়। এবং সেখানেই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপকূল বিষয়ক সচেতনতা তৈরীতে জারী গান অনুষ্ঠিত হয়।

উপকূল দিবসে স্থানীয় জনগোষ্টির দাবীসমূহ:
১. ১২-নভেম্বরকে উপকূল দিবস ঘোষনা করতে হবে
২. টেকসই ভেড়ীবাধ তৈরী করতে হবে সেই সাথে বাঁধ তৈরীতে স্থানীয়দের মতামত নিতে হবে
৩. জলবায়ুর পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলোর নিকট থেকে জলবায়ু ক্ষতিপূরণ আদায় ও কম কার্বন নির্ভর জীবনযাপনে বাধ্য করা
৪. নদী ভাঙন রোধে নদীর গভীরতা বাড়াতে হবে
৫. উপকূলের উন্নয়নে আলাদা বোর্ড গঠন করতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপকুলীয় প্রেসক্লাবের সদস্য মোঃ রবিউল ইসলাম।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।