উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
উল্লাপাড়া উপজেলা মেধা যাচাই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে উপজেলা প্রশাসন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সানফ্লাওয়ার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া ইসলাম। শিক্ষামূলক সংগঠন ম্যাজিক মেথড এই প্রতিযোগিতার আয়োজন করে। রোববার সন্ধ্যায় উল্লাপাড়া হামিদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ চত্বরে কৃতি প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরনীর আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত প্রধান অতিথি ছিলেন। প্রতিযোগিতা অনুষ্ঠানে সহযোগিতা দেয় আমান সিমেন্ট মিলস্ এবং তামিম হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার। ম্যাজিক মেথড সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক এ বি সিদ্দিক শাওনের ব্যবস্থাপনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজলো মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামছুল হক, উল্লাপাড়া হামিদা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, তামিম হাসপাতালের পরিচালক সাজ্জাদুল ইসলাম ও আমান সিমেন্ট মিলস্ এর ব্যবস্থাপক এস এম সালাউদ্দিন আহমেদ, শিক্ষা অনুরাগী আবু বকর সিদ্দিক প্রমুখ। উল্লাপাড়া ভাদালিয়াকান্দি গ্রামের গোলাম মোস্তফা ও শাপলা পারভীন দম্পতির মেয়ে সাদিয়া ইসলাম ১০০ নম্বরের মধ্যে ৯২ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে। সে স্কুলে তার ক্লাসে প্রথম বালিকা। সাদিয়া তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জানান, তার সকল অর্জনের পিছনে ভূমিকা রাখছেন বাবা মা ও স্কুলের শিক্ষকগণ। ভবিষ্যতে সে ডাক্তার হয়ে মানুষের স্বাস্থসেবায় ব্রতী হতে চায়। উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক জানান, সাদিয়া সদালাপী, মেধাবী ও বিনয়ী শিক্ষার্থী। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে সে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে আসছে।