মুন্নি আক্তার,নিজস্ব প্রতিবেদকঃ
৩০ শে জানুয়ারী একবিংশতম আন্তর্জাতিক ঋষি কুম্ভ ও কুম্ভমেলার অনুষ্ঠান এ অংশ নিয়েছেন বিশ্বতান।।
উক্ত অনুষ্ঠানে সংগীত পরিবেশনায় ছিলেন রুবেল চৌধুরী,অংকিতা আচার্য্য,রক্তিম,সুমি,অনিক, ফ্লোরেন্স,খোকন মালাকার,চন্দ্রিমা ভৌমিক প্রমুখ। সংগীত পরিচালনায় -তপন দাস ও অংকিতা আচার্য্য।
নৃত্যে ছিলেন – রশ্নি,পরী,সেতু,পূর্বা,সুইটি।।
নৃত্য পরিচালনায় – সেতু রায়
এই অনুষ্ঠানের মুল আকর্ষন নাটক- যুগ অবতার পরম পুরুষ শ্রীমৎ অদ্বৈতানন্দ পুরী মহারাজ।। নাটক পরিচালনায় – প্রনব রঞ্জন চক্রবর্তী।।নাটকে অংশগ্রহণ করেন বিশ্বতান নাট্যকলা বিভাগের সদস্যরা।
সঞ্চালনায় ছিলেন অর্পিতা আচার্য্য,ও কনক বিশ্বাস।
উক্ত অনুষ্ঠানে ২য়বার অনুষঠান করার সুযোগ পেয়েছেন বিশ্বতান।।
আরও উপস্থিত ছিলেন বিশ্বতানের প্রধান উপদেষ্টা স্নিগ্ধা আচার্য্য,এম.ডি-মৌবনী বিশ্বাস,সভাপতি নরেন সাহা,সাধারণ সম্পাদক অর্পিতা আচার্য, অর্থ সম্পাদক কনক বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক চন্দ্রিমা ভৌমিক,সাংবিকতায়-সাংবাদিক মুন্নি আক্তার, সাংবাদিক জেসমিন জুঁই সহ অনেকেই উপস্থিত ছিলেন।।