একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, ফুলেল শ্রদ্ধায় জাতি আজ তাদের স্মরণ করছে। ১৯৫২ সালের এ দিনে সালাম, রফিক, জব্বার, বরকতেরা বুকের রক্ত দিয়ে মায়ের ভাষা বাংলাকে রক্ষা করেছিলেন, কোটি কোটি বাঙালির মনে আশা জাগিয়েছিলেন, স্বপ্নকে রাঙিয়েছিলেন রক্তের অক্ষরে। তাদের সেই জ্বালানো দীপশিখাই একাত্তরে অধিক উজ্জ্বল হয়ে রূপ নিয়েছিলো স্বাধীনতায়। আর বিশ্বের বুকে জন্ম হয় বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের।
তাই যথাযোগ্য রোববার (২১ ফেব্রুয়ারি) মর্যাদায় জাতি আজ স্মরণ করছে ভাষাশহীদদের। নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষাশহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে সারা দেশে।
২১ শে ফেব্রুয়ারী রাত ১২টা এক মিনিটে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাব ও মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি পক্ষ থেকে মুন্সীগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ।