বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ছাদখোলা বাসে বাফুফে গমন চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের  রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে এলাকাবাসী মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু কালিগঞ্জের কৃতি সন্তান এ্যাডঃ আব্দুস সাত্তার পিপি নিযুক্ত হলেন কালিগঞ্জ অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন হাফিজুর রহমান কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে শাস্তির দাবীতে  মানববন্ধন অনুষ্ঠিত  সাংবাদিকদের তথ্য না দিয়ে উধাও মাদ্রাসা সুপার,সুপারের নিয়োগ বাতিল চায় এলাকাবাসী আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যেতে হবে: মুফতী খলীল আহমদ কাসেমী  বোয়ালখালীতে এসএ সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বিশ হাজার জরিমানা ফুলবাড়ীতে ছাত্রলীগ নেতা আটক

এমপি ও জনগণের মধ্যে নিবীড় সম্পর্ক স্থাপন করেছি-এমপি তুহিন

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২৯৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার ঃ

একসময় এমপি আর জনগণের মধ্যে বিশাল দূরত্ব ছিল। সাধারন মানুষ নিজেদেরকে এমপি’র সাথে রাজা আর প্রজা হিসাবে তুলনা করতো। এ যেন আকাশের চাঁদ ধরার মতো স্বপ্ন ছিল। ফলে সাধারন মানুষের দু:খ দূর্দশার কথা অজনাই থেকে যেতো বলে উন্নয়ন বাধাগ্রস্থ হতো। আজ আর সেই দূরত্ব নেই। এমপি আর জনগণের মধ্যে এখন নিবীড় সম্পর্ক স্থাপন করেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (২৪) মে নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন এসব কথা বলেন। এছাড়া তিনি আরও বলেন, “২০১৪ সনে ক্ষমতা আসার পর থেকে এমপি ও জনগণের মধ্যে আকাশ-পাতালের ব্যবধান দূরীভুত করেছি। সাধারন মানুষের সাথে এমপি’র নিবীড় বন্ধনের ফলে নান্দাইলে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। যা আজ দৃশ্যমান এবং আপনারা এর স্বাক্ষী। আপনারা আমার জন্য দোয়া করুন, ইনশাল্লাহ আপনাদের দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন। আবারো আপনাদের মাঝে নৌকা নিয়ে আসবো”। গাংগাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সৈয়দ আশরাফুজ্জামান খোকনের সভাপতিত্বে ও এটিএম মঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলার চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, গাংগাইল ইউপি চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান নয়ন। এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আওয়ামীলীগ অঙ্গ-সহযোগী সংগঠনের ৯টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদকবৃন্দ। এসময় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় জনবান্ধব এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন নান্দাইলে উন্নয়নের ফসল ফলিয়েছেন। এখন সময় এসেছে সেই ফসল ঘরে তোলার। তাই কোন ভেদাভেদ না করে সকলেই ঐক্যবদ্ধ হয়ে সেই ফসল ঘরে তুলতে হবে। উন্নয়নের রূপকার আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দিতে হবে। এছাড়া তিনি আরও বলেন, নান্দাইলের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী নেতৃবৃন্দের দূর্গ গড়ে তুলতে হবে। যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করা তো দূরের কথা, বিএনপি’র কোন অস্তিত্ব খোঁজে পাওয়া যাবে না। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় সুনিশ্চিতে কাজ করার আহব্বান জানান।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।