মোঃ সবুজ খান, মির্জাপুর টাঙ্গাইলঃ
ভাওড়া খান পাড়া জনকল্যাণ সমিতির পক্ষ থেকে ভাওড়া গ্রামের সর্বস্তরের জনসাধারণ কে ভাওড়া খান পাড়া জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব এস আর খান পল্টন এর পক্ষ থেকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এস,আর খান পল্টন।
দেশ এবং দেশের বাহিরে সকল কে পবিত্র মাহে রমজান ঈদের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন।
তিনি তার বানীতে বলেন ঈদ মানে আনন্দ,ঈদ মানে উৎসব।আমরা সবাই যার যার স্হানে থেকে রমজানের পবিত্রতা বজায় রেখে পবিত্র মাহে রমজানের ঈদ পালন করবো।
পাড়া প্রতিবেশি ও আত্মীয় স্বজনদের নিয়ে শান্তি পূর্ণ ভাবে ঈদ পালন করার আহ্বান জানান।
এস আর খান পল্টন
সাধারণ সম্পাদক
খানপাড়া জনকল্যাণ সমিতি রেজি নং ট-মি-৭৬৭,
স্থাপিত ১৯৬৫ ইং।