সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননা পাচ্ছেন যাঁরা সাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উইনরক ইন্টারন্যাশন্যালের বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর যশোরে দুই দিনব্যাপী আশ্বাস প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত আলীকদমে মোটরসাইকেল দূর্ঘটায় ৩ জন নিহত. গাইবান্ধায় মিথ্যা মামলা ও ছোট্ট বোনের নিরাপত্তা চেয়ে নির্যাতিত পরিবারের সংবাদ সম্মেলন ৭ নং মশাখালী ইউনিয়নের ১.২.৩ নং ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত পঞ্চগড়ে রোলার স্কেটিং উৎসব উদযাপিত সুন্দরগঞ্জে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে তারুণ্য উৎসবে প্রাণবন্ত তরুণ সমাজ

কদলপুর ছিদ্দিকে আকবর (রাঃ) তাহফিজুল কুরআন মাদ্রাসায় পুরুষ্কার বিতরণী ও অভিভাবক সম্মেলন সম্পন্ন

মোঃ আতিকুল্লাহ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধিঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০২ বার পঠিত

 

মোঃ আতিকুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধিঃ

রাউজানে মধ্যেম কদলপুর ছিদ্দিকে আকবর (রা:) তাহফিজুল কুরআন মাদ্রাসায় ২০২৩ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ এবং হিফজ সম্পন্ন কারী ছাএদের মাঝে দস্তারে ফজিলত ও অভিভাবক সম্মেলন সম্পন্ন হয়েছে,

২১ শে ফেব্রুয়ারী (২৪) বুধবার সকাল ৮ ঘটিকা হতে মাওলানা মুহিবুর রহমান এর সঞ্চানালয়ে পবিত্র কুরআন তেলওয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়, অনুষ্ঠানে হেফজ,নাজেরা ও নূরানী বিভাগের ছাএ ছাএীদের নিয়ে প্রতিযোগিতা মূলক সূরা কেরাত,হামদ,নাত পরিবেশেন করেন,
সরেজমিনে গিয়ে দেখা যায়, ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুদের সুমু মধুর কণ্ঠে কুরআন তেলওয়াত, কেউ বা করেছেন আরবী অনুবাদ কেউ বা করেছেন বাংলা,ইংরেজি অনুবাদ, এছাড়াও চমৎকার কণ্ঠে হামদ,নাত,সহ পাঠ্য বইয়ের কবিতা আবৃত্তি পরিবেশন করেছেন।

সভাপতির বক্তব্যে মাদ্রাসার প্রধান পরিচালক হাফেজ মাওলানা আদনান সাহেব বলেন, আল্লাহ তায়ালা আমাদের কে সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে আরেকটা বাস্তবতা আছে প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্যে থাকে আরকে টা বাস্তবতা থাকে, ঠিক তদ্রুপ ভাবে মালিক আমাদের কে সৃষ্টি করার জন্য একটা উদ্দেশ্যে আরেকটা বাস্তবতা, উদ্দেশ্যে হচ্ছে ” আল্লাহ তায়ালা আমাদের কে সৃষ্টি করার আগে আরেকটি জাতি সৃষ্টি করেছেন সেটা হচ্ছে জীন জাতি” ওরা মালিক কে নাফরমানি করায় আল্লাহ পাক পুনরায় ইনসান জাতি কে সৃষ্টি করেছেন, একমাত্র উদ্দেশ্যে হচ্ছে আল্লাহ তায়ালা এবাদত বন্দেগী, আল্লাহ এক ও অদ্বিতীয় এটা স্বীকার করা এবাদত বন্দেগীর মাধ্যমে আর বাস্তবতা হচ্ছে এবাদত বন্দেগী দিয়ে নিজের জীবন কে সাজিয়ে আখিরাতের জন্য ছামান তৈরি করা সেটা হচ্ছে বাস্তবতা, এখন আমরা আমাদের মাদ্রাসায় বা দুয়িয়ার মধ্যে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সকল শিক্ষা প্রতিষ্ঠানে ঐ জিনিস টা শিক্ষা দিয়ে যাচ্ছেন যে আল্লাহ আমাদের কে কীজন্য সৃষ্টি করেছেন কোন পথে চললে আমরা আল্লাহ পাকে ‘ কে রাজি খুশি করতে পারব, আর কোন পথে চললে আল্লাহ পাকের রহমত থেকে দূরে সরে নাফরমানীতে লিপ্ত হয়ে যাব, অতএব ধর্মীয় শিক্ষা কতটুকু প্রয়োজন? সেটার গুরুত্ব বুঝার জন্য অবশ্যই কোন একটা ধর্মীয় কেন্দ্রের মধ্যে আসতে হবে, এখানে ধর্মীয় শিক্ষাটা কী বুঝতে হবে
আসলাম চলে গেলাম তাও হবে না, আসতে হবে সময় দিতে হবে সেটা কে বুঝতে হবে, তিনি অভিভাবক দের উদ্দেশ্যে আরো বলেন, আজকের এই মহতি অনুষ্ঠানে আপনারা আসার জন্য আন্তরিক ভাবে মোবারক বাদ জানায় অনেক্ক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে বসে থেকেছেন এবং এখান থেকে আপনা অনেক কিছু শিক্ষা অর্জন করেছেন, এছাড়াও তিনি অভিভাবক দের উদ্দেশ্যে শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়, পরে দোয়া ও মুনাজাত এবং তবররুক বিতরণ এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এই সময় উপস্থিত ছিলেন অএ মাদ্রাসা সম্মানিত শিক্ষক :হাঃমাওঃ শোয়াইব,হাঃমাওঃএরশাদ
মাওঃক্বারি রায়হান, মাওঃ ফুরকান
হাফেজ আঃছালাম প্রমুখ

উল্লেখ্য : ছিদ্দিকে আকবর (রাঃ) তাহফিজুল কুরআন মাদ্রাসা রাউজান ৮নং কদলপুর ইউনিয়নে অবস্থিত। অত্যন্ত সুনামের সাথে শিক্ষার্থীদের আরবি শিক্ষার পাশাপাশি যুগের সাথে তাল-মিলিয়ে বাংলা শিক্ষায় অধিক ভূমিকা রেখে আসছেন এই মাদ্রাসা।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।