কবিতার নাম “ মনুষ্য “
কবিঃ পলাশ কুমার রায় Pk
চলছে জীবন অবিরত সংগ্রাম ,
সময়ের হাতছানি দিয়ে __
নিত্য নিত্য পথের পথিক বেশে ,
সেই সুখ সুখ খুঁজে ।
যেখানে চাওয়া পূর্ণতা পায় ,
সেখানেই হয় রস মাধুরী __
হাতের কাছে অমৃত ভান্ডার ,
তথাপি ছুঁইতে না পারি ।
বেলা বহে যায় হেলায়-হেলায় ,
ছেলে খেলার ছলনাতে _
পারিনাকো হায় কিছুই তারে দিতে ,
ঐ সময় যখন আসবে ।
হিসেবের খাতায় খুলে দেখলাম ,
কি হয়েছে বড় অনর্থ !
বৃথাই গেল মানব জনম বুঝি __
পূর্ণের বেলায় শুধু শূন্য ।
যাহাদের লাগিয়া নিজের কাঁধে ,
দুঃখ যাতনা নিলাম তুলে ,
ঐ হাসিমুখ ফোটাতে নিজেকেই ,
অন্ধকারে নিমজ্জিত করে ।
তাঁরাই আবার বড়াই করে যায় __
শ্রেণি বিন্যাসের দর্প বিস্তারে ,
কে হে তুমি মশাই ! হুদাই-হুদাই __
কেন গোলমাল করেছো !
সময়ের সঙ্গে মানুষের স্বভাব __
বদলে যায় সকল নিমিত্ত ।
যতই করে যাই আসল-আসল ,
নকল ছাড়া কিরূপ আছে ?
প্রয়োজনীয় হলে তবে সামিল রয় ,
ভালবাসা পৌঁছে গুরুত্বে ।
সয়ে নেয়া যদিও নিজের বলি দিয়ে __
কি অদ্ভুত মিল রয়েছে ?
তবুও ধন্য-ধন্য মনুষ্য নিজ-নিজ বলে __
জীবন চলার অঙ্গীকারে ।।