আকাশ ছেয়েছে মেঘে
চোখ ভরা জল করে টলমল
তবও পড়ে না ঝরে অঝোরে
কঠিন মৃত্তিকা পরে।।
থমথমে মুখ ভারে
চারিদিকে আছে ঢেকে অন্ধকারে
বুকের ভিতরে নিদারুণ অভিমানে।
ফোলে ফেঁপে কখন যে বিস্ফোরণে
ফেটে পড়বে দিগবিদিক লন্ডভন্ড হয়ে
সর্বনাশা ঝড়ে।
দু্’নয়ন ছাপিয়ে পড়িবে অশ্রু অঝোরে
আকাশ ভেঙে
পতিত অশ্রুুধারায় প্লাবিত বন্যায়
যাপিত জীবনের ভেসে যাবে সব
অবহেলা অনাদর অন্যায়।
মেঘ কেটে গিয়ে আধার মিলাইবে
আকাশ হাসিবে আবার মনের হরষে
সকল অভিমান ভুলে।।
প্রতিবেদকঃ মোঃ শফিকুল ইসলাম, কুড়িগ্রাম।