সময়ের সংলাপঃ-
ও– আমার দেহ মন প্রাণও পাখি
হাওয়ায় চলে তাঁরই গাড়ী
জীবন ভর পুষলাম যারে
ভালোবাসার হৃদয় মাঝে
একদিন সে চলে যাবে
দিয়ে মোরে সুক্ষ ফাঁকি I
পড়ে বরে মোর দেহখানি
আসবেনা ফিরে তাও জানি
মরন হবে সেও মানি
জীবন ভর টানলাম শুধু বৃথাই ঘানি I
কোথায় তাঁর বসত বাড়ী
খুঁজে নাহি পাই আমি
না তাঁরে দেখতে পারি
না তাঁরে ধরতে পারি I
যেদিন সে যাবে উড়ে
দেহ গাড়ী অচল হবে
পড়ে রবে খাঁচা ওরে
মাটির ঐ শুন্য ঘরে I
মাটির দেহ মিশে যাবে
পঁচে গলে মাটির সনে
কিসের এতো বাহাদুরী
ধন-দৌলত জমিদারী !
পড়ে রবে সবই ভবে
যাবো আমি খালি হাতে
কেউনা যাবে আমার সংগে
এতো ভালোবাসার কিইবা রবে ?
কোথায় থেকে আসলাম ভবে
যাবো আমি কোথায় চলে
কেউ কি তা` বলতে পারে
কার ঠিকানা কোথায় হবে ?
—- বাউল সম্রাট, শাহ্ আব্দুল করিম-কে উৎসর্গ কৃত I