সময়ের সংলাপঃ-
আমি ভাই দাম্ভিক
দেখে যাও দম্ভ,
লুটপাট করি খাই
গড়ি রোজ স্তম্ভ।
আমি ভাই সৎকার
বসে থাকি সজ্জায়,
সুদ ঘুষ লুণ্ঠন
আছে মোর মজ্জায়।
আমি ভাই সর্দার
মদখোর বাটপাড়,
লাইটার জ্বেলে ঘর
পুড়ে করি ছারখার।
আমি ভাই মহারাজ
চুরিটাই কারবার,
মানুষের হক কেড়ে
সুখ পাই বারবার।
আমি ভাই ভণ্ড
খেটে খাওয়া মানুষের,
কেড়ে নিয়ে অন্ন
রূপ নিই ফানুসের।