কবিতার নাম: মনের সাধ,লেখক তাসমি তাবাচ্চুম।
শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
কী করি আজ ভেবে না পাই, মনের কথা লিখি
মনে বড়ো সাধ জাগে হয়ে যাই পাখি।
পাখির মতো মুক্ত জীবন ঝিলিমিলি পাখা
রংধনুর সাত রঙে পালকেরা টাকা।
মনে বড় ইচ্ছে হয় পাখি হয়ে উড়তে
ভেসে যাওয়া মেঘেদের সাথে
কথা বলতে রাত দুপুরে মাছ পুকুরে মাছেদেই
খেলা বয়ে নিয়ে যায় স্বপ্নের ভেলা।
দেখে বড় সাধ জাগে মাছ হয়ে ভাসি পূর্ণিমাতে
জ্যোৎস্না ভরা চাদেরই হাসি
তার সাথে আরও আছে তারা রাশি রাশি।
মাঝে মাঝে মনে হয় লতাপাতা হয়ে
জড়াই গাছেরই শাখই,
ঝর্নার জল হতে মনে বড় ইচ্ছে হয়
পাহাড়ের সমান মন হওয়া চাই।
ক্ষণে ক্ষণে মনে হয় তলিয়ে যায় জলে
কি আছে তা দেখি সমুদ্রের অতলে,
দিঘির জলে পা দোলাতে ইচ্ছে জাগে মনে
নানা রঙের ফুল হয়ে ফুটতে চাই বনে বনে।
সবুজ এক চাদর পাতা কচি কচি ঘাসে
শীতের শিশিরের সূর্যের
কিরণ ঝলমলে হয়ে হাসে।
ইচ্ছে হয় কিরণ হই শীতের সকালের
উষ্ণতা দিই গরিব দুঃখী সকলের।
মনে বড় সাধ জাগে প্রকৃতিতে মিশি
অপার এক সময় কাটায়
সকলে মিলে হাসি খুশি।
তাসমি তাবাচ্চুম,মোবাইল 01749563343-