কবিতার নাম “অবাক চেয়ে রই“
কবিঃ রনী খাতুন
বাল্যকালে পিতৃ হারানোর যন্ত্রণা
বুঝেছো কি কেউ?
প্রতিপদে তাড়না দেয় এসে
শয়তান মুনাফিক ফেউ।
চারপাশ ঘিরে আনন্দ ঘনঘটা
বাজায় সুখের ঢাক,
আধাপেট খেয়ে পড়ে থাকলেও
আসেনা শান্তির হাঁক।
আপনাকে ফেলে পড়শীতে তারা
বিলায় টাকা ধন,
ওরাই নাকি বড়ো অফিসার
ওদেরই বিশাল মন।
বহুমুখী ত্যাগে সুখটাকে ভুলে
মানুষ হওয়ার পর,
প্রিয়জন হয়ে সদালাপ করে
ফিরলে আপন ঘর।
হায়রে মানুষ নশ্বর পৃথিবী
মানবতা আজ কই?
একলা বসে স্মৃতিটাকে স্মরে
অবাক চেয়ে রই।
প্রতিবেদকঃ মোঃ শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার
দৈনিক সময়ের সংলাপ