কবিতার নামঃ “আসল মানুষ“
কবিঃ শফিকুল ইসলাম
আসল মানুষগণ ধর্মভীরুমন
শুধু স্রষ্টাকে করেন ভয়,
জগৎ সংসারে বরাবরে
তারা কর্মে বেঁচে রয়।
আসল মানুষের ব্রত অবিরত
খুঁজে মানুষের মনের বেদন,
পরমানুষের অনুশোচনায়
গোপনে করেন রোদন।
আচার আচরণ ন্যায়পরায়ন
সদালাপী মিষ্টভাষী,
বিচারে বিচক্ষণ নীতিতে নিষ্ঠাবান
অনুভবে মুচকি হাসি।
শত্রুকে যেজন মিত্রতা ভাবেন
জানান প্রীতি নিবেদন,
আসল মানুষের পদচারণায়
শান্তিময় ভুবন।