শ্রেয়া দিদিভাই তুমি নাকি আমার বুড়োর সাথে মিথ্যা প্রেমে উঠেছো মেতে, আমার বুঝি রাগ হয়না এসব কান্ড দেখে?
সতীন হতে চাইনা কারোর শেষ বয়সে এসে, মিষ্টি কথায় যেয়না যেন ওনার ডাকে ফেঁসে।
ছোট্ট একটা কথা বলি যদি ধর কারো হাত, পড়া-শুনা শেষ করে তাকেই কর কাত ।
চলছে এখন পড়া-শুনা এসব ভেবো নাকো, এখন না’হয় ও দিদিভাই বুড়োর নিয়েই থাকো ।
আমার সহযোগিতায় ঐ লোকটা তারিখ : ১৭/১১/২০২৩ ইং।