কবিতাঃ বড়লোক না রক্তচোষা জোঁক
কবিঃ এনিত ইসলাম(ইমন)
প্রতিদিন ভেসে আসছে শোকের পরে শোক,
কাকে মারিয়ে কাকে ঠকিয়ে কে হবে বড়লোক।
মনুষত্বের বিচারে সে যেন নর্দমার নিকৃষ্ট পোক।
এ সমাজের মানুষ যেন হয়েছে রক্তচোষা জোঁক,
অর্থ থাকলে হয় না বড়লোক থাকতে হয় রে মন,
এরা শুধু অর্থই চেনে চেনে না রে আপন জন।
গুরুত্বপূর্ণ পদ থেকে এদেরকে করো অপসারণ,
নইলে জাতির ভাগ্যে অপেক্ষা করছে ভয়ংকর মরণ।
মোঃ শফিকুল ইসলাম
নিজস্ব প্রতিনিধি
দৈনিক সময়ের সংলাপ
মোবাইল নং-০১৭৬৪৮০৯৬৫৯