কবিতাঃ ভালোবাসা
কবিঃ রনী খাতুন
আপনারে লয়ে গুণগান করে
সে কি সাধু হয়?
স্বীয় গৃহে বসে পিছু রটে রসে
কভু খাঁটি নয়।
ভালোবাসে যারা সাথী হয়ে তারা
তেল মাখে গায়,
জ্ঞানী মরে হেসে বিনা মেঘে শেষে
বুক ভেসে যায়।
বিবেকের পায়ে ল্যাং মারে দায়ে
জ্বলে পুড়ে ছাই,
পথে যেতে বাঁধা দেয় এসে গাধা
অজ্ঞাত তাই।
সাধু জনে বসে অংকটা কষে
হয়ে যায় চুপ,
নেই কোনো পথ কোথা পাবে রথ
নিভে যায় ধুপ।
মোঃ শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার
দৈনিক সময়ের সংলাপ