কবিতার নাম: মিলেমিশে থাকা।
লিখেছেন তাসমি তাবাচ্চুম।
শিমুল হোসেন নিজস্ব প্রতিবেদক।
কাবাডি কাবাডি আজকে ছুটি
হাসি খুশি লুটোপুটি
শুরু হলো ঝগড়াঝাঁটি
মারামারি কাটাকাটি
ঝগড়া করছে কারা
নড়া দিয়ে ভাভলো তাদের দাঁতের গোড়া
ঝগড়াঝাঁটি বন্ধ করো
সবাই সবার হাত ধরো
দুদিনের এই দুনিয়ায়
থাকবো না চিরদিন সবাই
সবাই মিলে মিশে থাকো
সবার কথা সবাই মনে রাখো।
তাসমি তাবাচ্চুম,মোবাইল 01749563343,