সরল অংক নামেই সরল
যারা করে তারা জানে।
সরল কেনো এত গরলে ভরা,
পাইনা বুঝে তার মানে।
বাইরে থেকে বোঝা বড় দায়,
কোনটা আসল কি বা মেকি,
পাকা নারকেল চিনতে হলে,
দিতে হয় তাকে ঝাকি।
সাজা সাধুর বেজায় ভাব,
ভাবের অন্ত নাই।
যেনো সরলতার ঠাকুরদাদা,
আলো চাউলের গোঁসাই।
ক্ষুদ্র চোখে দেখেছি কতো,
শুনেছি সরলের মহাবানী।
দূর দূর করে দেয় তাড়িয়ে,
নিজেকে মনে করে মহামানী।
সুদর্শন চক্রবর্তী, নিজস্ব প্রতিবেদকঃ