কবিতার নাম “সোনার বাংলাদেশ”
লেখক- তাসমি তাবাচ্চুম।
শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
ধানে ভরা গানে ভরা ,আমাদের এই দেশ,
সোনার বাংলাদেশ।
বাংলা বাংলা আমার মাতৃভাষা,
বাংলা আমার প্রাণ
মিষ্টি সুরে নদীর তীরে কোকিলের এই গান।
দক্ষিণা বাতাসে দোলাই,হাসে প্রাণ
শহীদের এই গান।
ষড়ঋতু আনে যার এই দেশেরই আঙ্গিনায়,
প্রজাপতি পাখা মেলে
আকাশেরই ছোয়ায়।
পাখিদেরই ছোয়ায় আঁকা আকাশ মাখা মাখা,
ঝরনা থেকে ঝরে ঝরে পড়া
অপার জলের শাখা।
বাগান ভরা ফুল তার মিষ্টি মধুর সুর
নানা রঙের শোভায় সবার মন করে আকুল।
বাংলাদেশের ফল ফুল বাগান
সৃষ্টিকর্তার দান।
সুজলা সুফলা শস্য ভরা
সবার এ দেশ সোনার বাংলাদেশ।
তাসমি তাবাচ্চুম,মোবাইল 01749563343