সময়ের সংলাপঃ-
আপন কর্ম বিচার না করে,
দোষ ধরি বিধাতার।
ক্রোধকে করে মহা অস্ত্র,
চলছি জীবন ভর।
আপন স্বভাব বিচার না করে
পরের ত্রুটি ধরি।
আমি র্নিভুল, আমিই সঠিক
এই সদা মনে করি।
বিশ্বামিত্র মুনি- মহামুনি দাবি
করলো ধরার পরে,
ক্ষমা জ্ঞান ছিলোনা বলে
বশিষ্ট মুনি- তা অস্বীকার করে।
ক্ষমা জ্ঞান নাই যার অন্তরে
মানুষ ও নন তিনি।
এমন সত্য সুকঠিন বাক্য
দিয়ে দিলেন মুনি।
সম্পর্ক বলো সংসার বলো,
ভাঙ্গার কারণ ক্রোধ।
ক্রোধের খড়গে বলি হয়ে,
অনেক সম্পর্ক হয়েছে শোধ।
ক্ষমা জ্ঞান বড় জ্ঞান
ক্ষমার তুল্য নাই।
ক্ষমা করতে শেখো আগে,
বললেন বষিষ্ঠ গোসাই।