কবিতা নাম-ছাত্রজীবন”লেখক তাসমি তাবাচ্চুম।
আমরা সবাই শিক্ষার্থী
একসাথে করি সব সমস্যার করি সমাধান গুনের গুণগান।
বিপদে-আপদে সবাই সবার সাথী।
ছাত্র-ছাত্রী সবাই মিলে সোনার এদেশ গড়ি ইচ্ছে হলেই সফলতা জিতে নিতে পারি।
ছাত্রজীবন বৃহত্তম জীবনের পটভূমি সফলতা পাবেই মে হবে পরিশ্রমী।
এ জীবনে যেভাবে নিজেকে গড়ে তোলা হয়
ভবিষ্যতে সেরকম ফল পাওয়া যায়।
আমরা সবাই মিলেমিশে চলি
সুখ-দুঃখের কথা বলি।
বিদালয়ে যাই, জান অর্জন, হয়
সেবায় সেরা সবাই।
আমরা সবাই সবকিছুতে সেরা
আমাদের জীবন আনন্দেতে ভরা।
মাঝে মাঝে দুঃখ আসে ভেসে বন্ধুরা মিলে মিটিয়ে নেই হেসে।
সবাই এখানে ভালে৷ নাকো, কিছু খারাপ আছে যেগে থাকে সবসময় লোকের পিছে পিছে ।
ছাত্র ছাত্রী সবাই সবার ভাই আর বোন জীবনে সফলতা চায় সবার মন।
অনেক শিক্ষার্থী বিদ্যালয় থেকে ঝরে পড়ে পড়াশোনা না করে।
কিছু ঝরছে কুসঙ্গে মিশে নিজের হাতের নিজের জীবনটাকে পিশে।
এগুলোর আছে অনেক বাস্তব প্রমাণ এসব নিয়েই গড়া ছাত্রজীবন।
তাসমি তাবাচ্চুম,
মোবাইল -01749563343