কবিতাঃ নির্লজ্জ
কবিঃ রনী খাতুন
তাংঃ ৩০/০৭/২০২৩
লজ্জাহীন ঐ চশমখোরে
থাকে গৃহবাসে,
পরের পথে গর্ত খুঁড়ে
মিটমিটিয়ে হাসে।
নিজের মুরোদ হয়নি কভু
করবে টাকা কামাই,
হিংসুটে মন বেহায়া তার
পুত্র মেয়ে জামাই।
মিথ্যা কথায় গল্প বুনে
হাঁকে সুযোগ পেলে,
পরের বাড়ি জায়গা নিয়ে
চুপিচুপি খেলে।
রাস্তা দিয়ে হেঁটে চলে
ব্যাগটা নিয়ে হাতে,
ঠোঁট চেপে সে অট্টহাসি
হাসে লোকের সাথে।
আত্মীয় বোন এলে বাড়ি
ডেকে নিজের ঘরে,
মিথ্যা কথা শোনায় তাদের
হাস্য রসে ভরে।
ভন্ড কপট বুঝেনি তো
নিজের কৃতিই তাকে,
অসম্মানে নিচ্ছে ঠেলে
জীবন নদীর বাঁকে।
প্রতিবেদকঃ মোঃ শফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
মোবাইল নং -০১৭৬৪৮০৯৬৫৯