সময়ের সংলাপঃ-
প্রবাসের মাটি হয়েছে ঘাঁটি
দেশকে করেছি পর,
সুখ নামের ঐ পাখি টির আশায়
ছেড়েছি আপন ঘর।
ছেড়েছি আমি মা-বাবাকে,
ছেড়েছি বন্ধু ভাই,
প্রবাসের বুকে তাদের মতো
আপন তো কেউ নাই!
ত্বক্ত রোদে আপন বোধে
ছুটে চলি আমি একা,
মরুর বুকে পাইনি আজ ও
সুখ পাখি টির দেখা।
সুখের আশায় জীবন ফাঁসায়
লাখো প্রবাসীর দল,
তবুও তারা হাল ছাড়ে না
মনে রেখে শক্তি বল।
সফল হয়েই ফিরবো বাড়ী
এই সংকল্প নিয়ে,
শত প্রবাসীর দিন কেটে যায়
বিদেশ বিভূঁইয়ে গিয়ে।
হয়তো কেউ পায় সফলতা
কেউ-বা হারায় সব,
প্রবাসের বুকে সব ভাই কে
ভালো রেখো তুমি রব।