সময়ের সংলাপঃ
বড্ড ভয় হয় যদি আবার ফিরে আসে
হারানো অতীত দুঃখের বারতা নিয়ে সামনে দাঁড়ায়
তাইতো আর তাকানো হয় না ফিরে।
এলোমেলো চুল নাকের ডগায় তিল
ভাবনায় আসে ফিরে সেই সোনালী দিন
হাতে কৃষ্ণচূড়া ফুল শুকনো ঠোঁটে লুকায়িত
হাসি ঝর্ণার মতো নিস্তন্ধ বয়ে চলা ঝন ঝন
শব্দে পথ চলা আবেগি করে তুলে মন।
কণ্ঠে আসে ফিরে পুরানো দিনের গান
বিমোহিত করে তুলে মন অভিমানে
নিদ্রা দেবী এসে বসে না চোখে
সারা রাত কথা হয় অতন্দ্র প্রহরীর সাথে
কী কথা হয় তাহার সাথে
কেন যে মন শুধু এলোমেলো ভাবে।
ভাবনার জগতটা শুধুই অভিমানী
পাঁচালিতে মগ্ন হয়ে ওঠে।