সময়ের সংলাপঃ-
আসবে যখন ফিরে
ভাসিয়ে দিবো না স্রোতস্বিনীর স্রোতে
কাজল করে আঁখিতে দেবো টেনে।
ভর দু’পুরের উজ্জ্বল নক্ষত্র গুলো
কিরণে থাকে ঢেকে,
আভায় ভেসে থাকে কত রং-এর মেলা ,
সেই মেলার মনোরথে তোমায় নিয়ে খেলি হোলি খেলা
সুখের পরশ লাগে যখন গায়ে
ছায়া হয়ে আছে অনাবিল হাসি মুগ্ধতা রাশি রাশি আপন মনে জাগে শ্রাবনের ঝর্ণা ধরা।
অক্লান্ত পরিশ্রমে দেহ টা যখন চাই বিশ্রাম,
শান্ত নিবিড় কালে, তোমার সুর ছন্দ হয়ে প্রবল বেগে মন মন্দিরে দেয় যে বায়ু
প্রস্ফুটিত দেহ খানি সুবাস ছাড়ে নীড়ে।
আসিও ফিরে হৃদ মন্দিরে
কল্পনার সুখের নীড়ে।
দাঁড়িয়ে আছে অকুতোভয়ে এক অঙ্গনা
আবার আসবে ফিরে মন মন্দিরে।