সময়ের সংলাপঃ-
এই পৃথিবীর মানুষগুলো
অহংকারী দামী,
অপারকে গুণীজনে
হয়না কভু খামি।
হিংসা পুষে ঠুঁটা লোকে
কানাঘুসো করে,
শোনা কথায় মেঘের মতো
ঝরঝরিয়ে পড়ে।
ভালো কিছুর দাম না দিলেও
অপ্রীতিকর কাজে,
দৌড়ে এসে টেনে তুলে
করে ভীষণ বাজে।
নিন্দুকেরা মিলেমিশে
গুণীর পিছু ছুটে,
কাজের প্রতি আগ্রহটাই
নেয় যে তারা লুটে।
এই তো মহৎ মানবতা
উদার মনের ছবি,
তাদের তরেই কবি মনে
দেয়না কিরণ রবি।