সময়ের কাঁটা
সময়ের কাঁটাকে আঁকড়ে ধরে
আমি সেখানেই দাঁড়িয়ে
আজও তোমারই অপেক্ষায়,
সবুজ প্রান্তরে দাঁড়িয়ে
আঙ্গুলগুলো একটু ছোঁব বলে
হারিয়ে যাব মেঠোপথ বেয়ে
দৃষ্টিসীমা পেরিয়ে দীগন্তে
মিশে যাব বলে।
দীগন্তের কিনারে অপেক্ষায়
নক্ষত্ররাশি দেখবো পাশাপাশি বলে
হয়তোবা ধ্রুবতারা নিশানা করে
পাড়ি দেব নীল সমুদ্র।
সৈকতে দাঁড়িয়ে
পাশাপাশি অনেকটা পথ হাঁটবো বলে
তপ্ত বালুকারাশি পেরিয়ে
জলে পা ভেজানোর আশায়।
ভরা জোছনায় ঝলমল করা
সমুদ্র জলরাশি আর
সৈকতে ঝিকমিক করা বালুরাশি
আজও তোমারই অপেক্ষায়..
প্রভাত
১৫ শ্রাবণ ১৪৩০
রাজশাহী