দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের ভিত্তিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদাল হোসেনকে বিএনপির সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার (৩ জানুয়ারি) জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ৭ নম্বর আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন প্রতি মৌলভীবাজার-৪ আসনের নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উঠে। ফলে দলের শৃঙ্খলা বিরোধী অভিযোগের ভিত্তিতে কেন্দ্র থেকে আবদাল হোসেনকে দলীয় সকল পর্যায়ের সাংগঠনিক পদপদবীসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়।
এদিকে আবদাল হোসেন এ বিষয়ে বলেন, ‘এ ব্যাপারে আমার কিছু জানা নেই বা আমি কোনো চিঠি পাইনি।’