কামরুজ্জামান শিমুল,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশ বাঁধা প্রদান করে নেতা কর্মীদের আটকের প্রতিবাদে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে বাগেরহাট জেলা বিএনপি। শহরের বিভিন্ন প্রান্ত থেকে এ পর্যন্ত প্রায় ৪০ জন নেতা কর্মীকে পুলিশ আটক করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে বাগেরহাটে বিএনপি কার্যালয়ে এই পদযাত্রা কর্মসূচি পালন করার কথা ছিলো।
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, বাগেরহাট জেলা বিএনপি অফিস (থানার মোড়) এর সামনে সড়কে ব্যানার নিয়ে পদযাত্রার প্রস্তুতিকালে পুলিশের হাতে আটক হন জেলা বিএনপি আহবায়ক ইঞ্জি: এটিএম আকরাম হোসেন তালিম সহ কয়েকজন নেতা কর্মী। একই সময় জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপির নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহেদ আলী রবি, হাজরা আসাদুল ইসলাম পান্না সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতা কর্মী মুনিগঞ্জ এলাকা থেকে আটক হন।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা বানচাল করতে পুলিশ গতরাত থেকেই আমাদের নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি করে। সকালে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়। আমাদের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দসহ ৪০ জনের বেশি নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার শামিল। অতিদ্রুত এসব নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। এসময় বাগেরহাট আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, সৈয়দ নাসির আহমেদ মালেক, অহিদুল ইসলাম পল্টু, ডাক্তার আব্দুর রহমান প্রমুখ।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসাদুজ্জামান বলেন, ‘নিরাপত্তার স্বার্থে বিএনপিকে মিছিল করতে নিষেধ করা হলেও তারা নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল বের করে। দলটির নেতাকর্মীদের নাশকতার পরিকল্পনা ছিল বলে আমরা জানতে পারি। এ কারণে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে দলটির ২০-২৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। আমাদের যাচাই-বাছাই চলছে।