স্টাফ রিপোর্টার:
কলারোয়া সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র, মানব পাচারসহ যাবতীয় চোরাচালান জিরো ট্রলারেন্সের লক্ষ্যে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের কলারোয়া সীমান্তবর্তী বিওপির দ্বায়িত্বরত নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারী।
ইতোমধ্যে উপজেলার চান্দুড়িয়া, মাদরা, ভাদিয়ালী, কাকডাঙ্গা, কেড়াগাছী সীমান্ত থেকে রেকর্ড পরিমাণ ভারতীয় ভয়াবহ মাদক L.S.D , ক্রিস্টাল মেথ আইস, হিরোইন, ফেনসিডিল, মদ,ইয়াবা,গাঁজা, স্বর্ণ, রুপা, শাড়ী-কাপড়সহ চোরাচালানের বড় বড় চালান আটক করেছেন বিজিবি সদস্যরা নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে।
কলারোয়া সীমান্তে চোরাচালান গডফাদারদের আতঙ্কের নাম হয়ে উঠেছেন নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারী।
শুধু তাই নই কলারোয়া সীমান্ত দিয়ে অবাধে চোরাচালান সচল রাখতে নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারীকে নিয়ে নানা ষড়যন্ত্র করে চলেছে চোরাকারবারিরা। চোরাকারবারিদের সকল ষড়যন্ত্র উপেক্ষা করে সীমান্তের চোরাচালান জিরো ট্রলারেন্সের লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারী।