রবিবার, ০৪ মে ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
টঙ্গীবাড়ী প্রেসক্লাবের নয়া কমিটি সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক বাক্কার, সাংগঠনিক সম্পাদক কাদির  ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত ।  মুন্সীগঞ্জে জাতীয় পার্টির আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত  সাতক্ষীরার কালীগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়ার অভিযোগ দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক মণ্ডলী গঠিত মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  “সপ্ন জার, ফ্রিজ তার” স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক টঙ্গীবাড়ীতে পরকিয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী কে আটক মুন্সীগঞ্জে শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ। মুন্সীগঞ্জে বিক্রমপুর চাঁদের হাটের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন

কলেজ ছাত্রের তৈরি অ্যাপ-এ পাওয়া যাবে সাতক্ষীরার সকল সেবা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২৫৮ বার পঠিত

শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক।

কলেজ ছাত্র তৈরি সাতক্ষীরা অনলাইন সেবা মোবাইল অ্যাপ’-এ পাওয়া যাবে সাতক্ষীরা জেলার সকল সেবা। সাতক্ষীরার কালিগঞ্জের বাসিন্দা ও খুলনা ম্যানগ্রোভ ইনস্টিটিউট সায়েন্স এন্ড টেকনোলজির কম্পিউটার ডিপার্টমেন্ট বিভাগের ৫ম পর্বে ছাত্র শেখ আলভী রাজন। সাতক্ষীরাবাসির কথা চিন্তা করে সব সেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নিয়েছেন তিনি।

শেখ আলভী রাজন জানান, এই অ্যাপটি মূলত সমাজের এমন কিছু পয়েন্ট ধরে তৈরি যা আমাদের নিত্যপ্রয়োজনীয় বিষয়কে আরো দ্রুত খুঁজে পেতে সহায়তা করবে। যেমন আমাদের পরিচিত কারো জরুরি রক্তের প্রয়োজন পড়লে আমরা সাধারণত আমাদের চেনাজানা মানুষকে জানিয়ে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় যে, পারিপার্শ্বিক বিষয়ের উপর ভিত্তি করে সহজলভ্য রক্ত পাওয়াটাও দুষ্কর হয়ে উঠে। কিন্তুএর অ্যাপ-এর মাধ্যমে আপনারা অনেক রক্তদাতার সাথে যোগাযোগ করে একজন মানুষের জীবন বাঁচাতে পারবেন। এছাড়াও এই অ্যাপস এ মাধ্যমে পাওয়া যাবে আপনাদের পছন্দের ডাক্তারদের সিরিয়াল নাম্বার, বিভিন্ন ফার্মাসিতে যোগাযোগ করে ঔষধসহ আপনার প্রয়োজনীয় মেডিসিন নিয়ে আসা, জরুরি এ্যাম্বুলেন্স এর যোগাযোগ নাম্বার, ফায়ার সার্ভিস এর জরুরি যোগাযোগ নাম্বার, কুরিয়ার সার্ভিসের যোগাযোগ নম্বর।

সাতক্ষীরা সংলগ্ন মেডিকেল এবং ডায়াগনস্টিক সেন্টারের যোগাযোগ নাম্বার, সাতক্ষীরার আওতাধীন সকল (থানার) যোগাযোগ নাম্বার, জরুরি প্রয়োজনে ইলেকট্রিশিয়ানের নম্বর, রেস্টুরেন্ট সেবা, কমিউনিটি সেন্টার সেবা, বাজার ভিত্তিক সেবা, ইন্টারনেট সেবা, স্কুল ভিত্তিক সেবা, ধর্মীয় সেবা, আবাসিক-অনাবাসিক হোটেল সেবা, গৃহ শিক্ষক সেবা, যাতায়াত সেবা, জন্ম সনদ সেবা, মৃত্যু সনদ সেবা, জাতীয় শিক্ষা বোর্ড-এর রেজাল্ট ভিত্তিক সেবা, সাতক্ষীরার দর্শনীয় স্থান ভিত্তিক সেবা এবং সরকারি বিভিন্ন সংস্থার যোগাযোগ নম্বর ইত্যাদি।

উক্ত সেবার মাধ্যমেই আপনাদের চলমান জীবনকে আরেকটু সহজ করা লক্ষে এ উদ্যোগ নেয়া হয়েছে। এই অ্যাপ-এ কিছু সেবা বর্তমানে (প্রক্রিয়াধীন) আছে।পরবর্তী আপডেট-এর মধ্যেই পেয়ে যাবেন সেইসব সেবা।এছাড়াও আপনার প্রতিষ্ঠানের প্রচারণার জন্য যোগাযোগ করা যাবে। আরো বলেন,এই অ্যাপস’র সুষ্ঠু ব্যবহার যেন আপনাকে উপকার এনে দিতে পারে এটাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। কেউ এর অপব্যবহার করবেন না সে অনুরোধ নির্মাতা। বিনা প্রয়োজনে অ্যাপস এ উলে­খিত নাম্বার এ কল দেয়া থেকে বিরত থাকবেন। আপনার জরুরি প্রয়োজনে আমাদের এই উদ্যোগ। আপনার একটু ভুলের কারণে আমাদের এবং সকলের কাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে। অ্যাপ এ ব্যবহৃত সকল নাম্বার এবং ওয়েবসাইট এর অনুমতি নিয়েই আমরা এটার কাজ সম্পাদন করেছি। এক্ষেত্রে কোনো নাম্বারকে বিরক্তি কিংবা হয়রানি করা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।