আলী আজীম,মোংলা (বাগেরহাট):
অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও গায়ের চাদর বিতরণ করেছেন মোংলা পোর্ট পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাহাদুর মিয়া।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকাল ৪টায় কাউন্সিলর কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে কাউন্সিলর বাহাদুর মিয়া বলেন, প্রকৃতির নিয়মে প্রতিবছরই শীত আসে। সচ্ছল ব্যক্তিদের নিকট শীত উপভোগের বিষয়। শীতকে কেন্দ্র করে তাদের নানা আয়োজন চলে। কিন্তু অসহায় দরিদ্র মানুষের কাছে শীত নিবারণের কোন উপায় থাকে না। শিশু ও বয়স্করা শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়। আপনারা এ ব্যাপারে সচেতন থাকবেন। আমার সীমিত সাধ্যের মধ্যে আমি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব।