শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।। কালিগঞ্জ উপজেলায় মিশন মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সকাল ১০টায়
কৃষ্ণনগর ইউনিয়ন ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের হাসিনা পারভীনের বাড়িতে অনুষ্ঠিত হয়। মিশন মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন ছকিনা পারভীন এর সভাপতিত্বে ও কালিগঞ্জ মিশন মহিলা উন্নয়ন সংস্থার প্রকল্প পরিচালক শেখ আব্দুল্লাহ’র সঞ্চালনায়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির মহিলা সদস্য ও কৃষ্ণনগর ইউনিয়ন এর ইউপি চেয়ারম্যান মোছাঃ সাফিয়া পারভীন” তিনি বক্তব্য বলেন বাল্যবিবাহ, যৌতুক,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও সহিংসতা বা ধর্ষণের মত ভয়ংকর ঘটনা মানুষকে মানসিক ও সামাজিক ভাবে বিপর্যস্ত করে ফেলে এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তালিকা তৈরী করছি এবং নারীদের অংশগ্রহণ মূলক কমিটিদের নিয়ে আলোচনা করছি, এ আলোচনায় ১নং কৃষ্ণনগর ইউনিয়ন বিপদাপন্ন এলাকাসমূহ ও সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা সমূহ গ্রামরে নাম উল্লেখ করছি উঠান বৈঠকের তালিকা প্রদান করছি।
তিনি আরও বলেন’ মিশন মহিলা উন্নয়ন সংস্থা আমাদের এখনে বুলবুল, আম্ফান করোনার মত মহামারীতে কাজ করেছে, আমি আশা করি আমাদের এই গ্রামগুলিতে উঠান বৈঠকের মাধ্যমে দুর্যোগ এর সময় কি কি ক্ষয় ক্ষতি হয় সে সম্পর্কে অবহিত করার জন্য গ্রামের নারীদের কে অনুরোধ করছি।
বক্তব্য রাখেন মিশন মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন মোছাঃ ছকিনা পারভীন তিনি বলেন, জলবায়ু ,দুর্যোগ কি, দুর্যোগের কারন, প্রভাব, দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি, দুর্যোগ কালীন সময়ে করনীয়, দুর্যোগের পরবর্তীতে করনীয়, অভিজোযন,প্রশমন ইত্যাদি বিষয়কে সামনে নিয়ে আলোচনা করা হয়। ক্রিশ্চিয়ান এইড এর অর্থায়নে,নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন এর কারিগরি সহযোগিতায় বাস্তবায়নে মিশন মহিলা উন্নয়ন সংস্থা ( PAR) প্রকল্পের অধীনে এ উঠান বৈঠক গুলিতে অত্র এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠি স্বক্রিয় অংশগ্রহন করে।
মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র উদ্যোগে নারী প্রধান ৪০ টি পরিবারকে উন্নতমানের কাপড়ের মাস্ক এর প্যাকেট বিতরণ করা হয় প্রতিটি প্যাকেটে ৩টি করে মাস্ক আছে।