শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১৭ নং দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সম্বর্ধনা মা সমাবেশ ও শিশু বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাবলা আহমেদে এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুন নেছার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ রেজাউল হক (ডাবলু) , মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধি রমেশ চন্দ্র ঘোষ , সদস্য মনিরুল ইসলাম সদস্য রুমানা পারভীন সদস্য শিল্পী রানী সদস্য কলিম গাজী সদস্য সোনিয়া পারভীন- দাতা সদস্য আজগর আলী, বিদ্যালয় প্রতিনিধি মীর আবু সালেহ আল মেহেদী, স্কুলের শিক্ষক, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রছাত্রীদের মায়েরা। অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটি এবং অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়, এরপর শিশু শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। পরবর্তীতে আলোচনা সবার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।