শিমুল হোসেন নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে ইদুর মারার ফাঁদ পেতে, সেই ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন গেল চার কন্যা সন্তানের জনক মফিজ উদ্দীন (৫৫) নামের এক কৃষকের। বৃহস্পতিবার সকাল ১০ টায় জানাজা’র নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
পরিবার, জনপ্রতিনিধি ও থানা সূত্রে জানাগেছে, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নেংগী গ্রামের মৃতঃ কাদের বকস্ গাজীর ছেলে মফিজ উদ্দীন তার বাড়ির সামনে ২০ শতক জমিতে আমন ধানের চাষ করে। ইঁদুরের উপদ্রুপ থেকে রেহাই পেতে সে ক্ষেতের আইলে তারে বিদ্যুৎ সংযোগ দেয়। সুইজ বন্ধ না করেই বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ৩ টা ৩০ মিনিটের দিকে ক্ষেতে যায়। এসময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তৎক্ষনাৎ তার স্ত্রী ও প্রতিবেশীরা ধানক্ষেত থেকে বাড়িতে নিয়ে আসলে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি চাষাবাদের পাশাপাশি কাঠ কয়লার ব্যবসা করতেন এবং নেংগী হাটখোলা জামে মসজিদের মোয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন করতেন।
কৃষ্ণনগর ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য জবেদ আলী ও বিষ্ণুপুর ইউপির ৬ নং ওয়ার্ড সদস্য সিরাজুল ইসলাম জানান, মফিজ উদ্দীন একজন ভালো মানুষ ছিলেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে ক্ষেতে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। থানার অনুমতি নিয়ে তাকে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিহতের সেঝ ভাই সুবহান গাজী ও জানান, আমার মেঝ ভাই মসজিদের মুয়াজ্জিন ও কয়লার বঢবসার পাশাপাশি নিজের জমিতে চাষাবাদ করতো। তার চার মেয়ের তিন জনকে বিবাহ দিয়েছেন।
বড় জামাতা নাছিমাবাদ গ্রামের নজরুল ইসলাম ও ছোট জামাতা রামনগর গ্রামের সুমন সরদার জানান, একজন ভালো মনের মানুষ ছিলেন শশুর, তার অভাব পূরণ হওয়ার নয়। আমরা শশুরের জান্নাত কামনা করছি।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান জানান, ঘটনার সংবাদে ঘটনাস্থলে পুলিশ যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।