তাপস কুমার ঘোষ, নিজস্ব প্রতিনিধিঃ
কালিগঞ্জ বাঁশতলা মৎস্য আড়ৎ সেটের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার বিষ্ণুপুর ঐতিহ্যবাহী ফুটবল মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও আন্তর্জাতিক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বাঁশতলা মৎস্য সেটের সভাপতি নুরুজ্জামান লালু, সাধারণ সম্পাদক এসএম ইফতেখারুল ইসলাম সুমন, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বিশিষ্ট সমাজসেবক নুরুজ্জামান পাড়, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম সিরাজ, বিষ্ণুপুর প্রান্তিক সংঘের সাধারণ সম্পাদক নির্মল কুমার গাইন, বিষ্ণুপুর বন্ধু মহল ক্লাবের সভাপতি রমেশ সরদারসহ বাঁশতলা নদীর ধার মৎস্য সেট কমিটির সকল সদস্য ও ব্যবসায়ী।ফাইনাল খেলায় বাঁশতলা মৎস্য সেট শ্রমিক জোট ৬-২ গোলে বাঁশতলা মৎস্য সেট ব্যবসায়ী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, সহকারী রেফারী ছিলেন তাপস কুমার সরকার, ও মিজানুর রহমান।